You are currently viewing ছগিরের আত্মার শান্তি হোক

ছগিরের আত্মার শান্তি হোক

ছগির মারা গেলো। ওর অনেক আত্মিয়-স্বজন ছুটে এসেছে। সবাই জানে তাদের আর্থিক অবস্থার কথা। অনেকে এগিয়ে আসে কাফন আর দাফনের খরচ দিতে।

ছগিরের মিলাদে পাঁচ শ লোককে দাওয়াত দাও। মিলাদের সব খরচ আমার, কোনো কাপর্ণ্য করো না।

তোমার বাবা আমাদের খুব ভালোবাসতো। আল্লাহ তার বেহেস্ত নসীব করুক।

আরো বছর দুয়েক আগে। ছগিরের রোগটা যখন ধরা পড়লো তখন তার বড়লোক বড়ভাইই হাসপাতালে নিয়ে তাকে ভালো করে চিকিৎসা করিয়েছে।

ছগিরের বউ কান্না থামিয়ে চিন্তা করছিল। রোগটা যদি তখন না সারতো তাহলেই তো ভালো হতো। সবাই মিলে লোকটার দিকে খেয়াল করতো, এ ভাবেই। তাহলে আর পয়সার অভাবে গত সাত দিন ওষুধ না খেয়ে থাকতে হতো না।

যাক হায়াৎ ছিল এই পর্যন্তই — ইনাল ইল্লা……….

Leave a Reply