You are currently viewing ঘূর্ণিঝড় – টাইফুন – হারিকেন – টর্নেডো

ঘূর্ণিঝড় – টাইফুন – হারিকেন – টর্নেডো

সাইক্লোন, সাধারণত যে কোনো বড় সড় ঝড়কেই সাইক্লোন বলা হয়।

এদের মধ্যে সবচেয়ে গুরুতর একটি হলো গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন।

হারিকেন এবং টাইফুন, নিছকই দুটি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের ভিন্ন ভিন্ন নাম। পশ্চিমে– বেশিরভাগই আটলান্টিক মহাসাগর এবং মেক্সিকো উপসাগরের উপরে উৎপন্ন গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন

পূবে– বেশিরভাগ পশ্চিমা প্রশান্ত মহাসাগর এবং উত্তর ভারত মহাসাগরে উৎপন্ন গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয়।

টর্নেডো সম্পূর্ণ আলাদা ধরনের ঝড়। ফানেল আকারে মেঘ যা ভূমির উপর সৃষ্ট ঝড়, তবে কখনও কখনও তা হারিকেনের অংশ হিসাবেও তৈরি হয়। টর্নেডো হারিকেনের তুলনায় অনেক ছোট।

Leave a Reply