অনিয়মিত কলাম
টুকিটাকি লেখালেখি
-
সেপ্টে ২০ ২০২১০সাইক্লোন, সাধারণত যে কোনো বড় সড় ঝড়কেই সাইক্লোন বলা হয়। এদের মধ্যে সবচেয়ে গুরুতর একটি হলো গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল
-
সেপ্টে ১৪ ২০২১০সেদিনও ফেসবুকে চোখ বোলাচ্ছিলাম। হঠাৎ করে চোখে পড়লো কবিতার একটা ইংরেজি পত্রিকায়। দুটো ব্যাপারেই আমার আগ্রহের কমতি নেই: কবিতা আর
-
সেপ্টে ০৭ ২০২১০কিছুজনকে দেখেছি গান শুনতে শুনতে অংক করে – ছবি আঁকে। আমি সাধারণত গদ্য পড়তেই ভালবাসি। গদ্য — একেবারে মৌলিক নির্ভাজ

“…. তারপর নেটওয়ার্কের সোহেল ভাই (জাহিদ মাহমুদ সোহেল) আবারো আমাকে হাত ধরে টেনে ফিরিয়ে নিয়ে আসে বিজ্ঞাপনচিত্র নির্মানের জগতে।”

চিত্রনাট্য রচনাশৈলী
চলচ্চিত্র, টিভি নাটক
বা ইউটিউবের জন্য
যারা চিত্রনির্মান করছেন বা করবেন
তাদের জন্য বাংলায় লেখা
চলচ্চিত্র-নির্মান শিক্ষার কারিগরী বই
প্রকাশক: বাংলাপ্রকাশ
প্রচ্ছদ: ধুব এষ
প্রকাশিতব্য

চিত্রনাট্যের গুরুত্ব
বাঙ্গালী স্বভাবগত কবি ফলে কিছুটা অলস। এদের মধ্যে অনেকেই প্রচন্ড মেধাবী। সত্যজ্যিৎ রায়ের আগে পরে আজো অনেক নির্মাতা বা পরিচালক মনে করেন চিত্রনাট্য লিখে বা লিখিয়ে সময় আর পয়সা নষ্ট করবার প্রয়োজন, অন্য কারো থাকলেও তার নেই। অবশ্যই তাদের অনেকেই খুব ভাল চলচ্চিত্রও নির্মান করেছেন। তবে বর্তমানে বিশ্বজুড়ে যেমন সিনেমা তৈরি হচ্ছে — সেখানে শুধুই চরিত্রের মুখে মুখে গল্প এগিয়ে নিয়ে যাওয়া নয়, কাহিনিকে বাস্তব সম্মত করে বলবার জন্যে চরিত্রকে হিমালয়ের চূড়াতেও উঠতে হয়। ছত্রিশ তলা বিল্ডিংয়ের উপর থেকে লাফিয়ে পড়তে হয়, চলন্ত ট্রেন থেকে ঝাপিয়ে পড়তে হয়, সমুদ্রে সাঁতার কাটতেও হয় — সবই ক্রোমা আর কম্পিউটারের বদৌলতে। তাই. সুদৃঢ় কারিগরী পরিকল্পনা ছাড়া সম্ভব নয়।
চলচ্চিত্র নির্মানের প্রধান কারিগরী স্তরগুলোর মধ্যে অন্যতম একটা স্তর বা ধাপ, চিত্রনাট্য রচনা। এককথায়ে চিত্রনাট্য হলো কোন চলচ্চিত্র নির্মানের কারিগরি ও শিল্প পরিকল্পনার মূল নক্সা। চিত্রনাট্য রচনা কোন সাহিত্য কর্ম নয় ঠিকই, তবে বর্তমানে তা বিষয়ভিত্তিক পাঠ্য হিসাবে বেশ সমাদর পাচ্ছে চলচ্চিত্রের ছাত্রদের কাছে এবং সাধারন পাঠক মহলেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এই সরল তিনটে বাক্যের মধ্যেই আমরা চিত্রনাট্য সম্পর্কে একটা কার্যকরি সম্পূর্ণ রূপ দেখতে পাই: চলচ্চিত্র নির্মানের একাধিক কারিগরী স্তর, শীল্প, সাহিত্য, জনপ্রিয়তা। এর প্রতিটা শব্দের সাথেই চিত্রনাট্য রচনার ওতপ্রেত সম্পর্ক্য। কোনটার সাথে চিত্রনাট্যের অঙ্গাঙ্গি সম্পর্ক্য কোন কোনটার সাথে তার চোরা যোগাযোগ।

স্পেক চিত্রনাট্য

টিভি-নাটক, চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচিত্রের জন্য আমার লেখা কিছু ইংরেজী ও বাংলা চিত্রনাট্য তৈরি করা আছে । এগুলো সব বিভিন্ন লেখকের উল্লেখযোগ্য কিছু কাহিনির ভিত্তিতে লেখা। আর আমারমৌলিক কিছু চিত্রনাট্যের কাহিনি-সংক্ষেপ তৈরি করে রাখা। নির্মানের প্রয়োজনে কেউ তা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
দ্য ডেথ অফ এ ডকটর, কাহিনি: কাফকা, ইংরেজি
সরাভাঙ্গার ডাক্টার বাবু, কাহিনি: কাফকা, বাংলা
মারিয়া, কাহিনি: আলেজান্ডার পুশকিন, ইংরেজি
মেটামরফসিস, কাহিনি: কাফকা, ইংরেজি
দ্য ম্যাজিক কার্ড, কাহিনি: আলেজান্ডার পুশকিন, ইংরেজি
চোখ, কাহিনি: বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাংলা
ডাকহরকরা, কাহিনি: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাংলা
নিশি রাতে, কাহিনি: আর্থার কোনান ডয়েল, বাংলা
নীলকান্ত পদ্মরাগ, কাহিনি: আর্থার কোনান ডয়েল, বাংলা
বিজ্ঞাপন বিভ্ৰাট, কাহিনি: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বাংলা
দুই বোন, কাহিনি: রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা
মণিহারা, কাহিনি: রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা
শ্রীকান্ত, কাহিনি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা
কিশোর শ্রীকান্ত, কাহিনি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা
নতুন চিত্রনাট্যের প্রয়োজনেও আমার সাথে যোগারযাগ করতে পারেন

ইংরাজি চিত্রনাট্য
ইংরাজি লেখকের কাহিনির ভিত্তিতে লেখা চিত্রনাট্যগুলো ইংরাজিতে লেখা, এবং পটভূমিও ওদের। তবে প্রতিটা কাহিনিই আমাদের দেশের প্রেক্ষাপটে রূপান্তর করবার পরিকল্পনা করা আছে।

স্বল্পদৈর্ঘ্য চলচিত্র
স্বল্পদৈর্ঘ্য চলচিত্র নিছক দৈর্ঘ্যে স্বল্প হলেই হয় না, এ কথা নির্মাতা-মাত্রই জানেন, কাহিনি পরিমিতিতেও ছোট হতে হয়। তবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মতোই তাতে সর্ব-শিল্পগুণ থাকতে হয়। এ সব কথা মাথায় রেখেই কাহিনি বাছাই ও চিত্রনাট্য লেখা হয়েছে।

টিভি-নাটক ও চলচ্চিত্র
এখানে আমি চলচ্চিত্র বলতে মূল-ধারার ভালো চলচ্চিত্রের কথাই বলছি। সাহিত্য নির্ভর বিনোদনমূলক কিছু চিত্রনাট্য লেখবার চেষ্টা করেছি। টেলিভিশনের-নাটকের জন্যেও তেমনই চিত্রনাট্য লেখা আছে আমার কাছে।
যোগাযোগ
ফ্ল্যাট # ২এ, ৬১, কদমতলা
পূর্ব বাসাবো, সবুজবাগ
ঢাকা ১২১৪
বাংলাদেশ
মোবাইল:
০১৭০ ৫০৯৯ ৬০২
E mail:
mail@alamashraf.com